img

বিমানে কিছু একটা হচ্ছে—বুঝতে পেরেছিলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট। ততক্ষণে আকাশে উড়ছে বিমান। গন্তব্যও অনেকদূর। তড়িঘড়ি করে তাই বিমান নামিয়ে দিলেন আরেক বিমানবন্দরে। অল্পের জন্য রক্ষা পায় ১৬০ জন যাত্রী। খবর টাইমস অব ইন্ডিয়া’র

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা ও টায়ার ফেলিওরের জন্য ফ্লাইটটির জরুরি অবতরণ করানো হয়। বিমানটি সৌদি আরবের আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেদ্দা থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে যাচ্ছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির বিষয়টি আন্দাজ করেন পাইলট। তিনি কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করে।

কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, জরুরি পরিষেবা আগেই সক্রিয় করা হয়েছিল। যাত্রী বা ক্রুদের মধ্যে কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অবতরণের পর পরিদর্শনে দেখা যায় উভয় পাশের ডান দিকের টায়ার ফেঁটে গিয়েছিল।’

জানা গেছে, যাত্রীদের বিকল্প বিমানে কোঝিকোড়ে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাদের ক্ষেত্রে একান্ত তা সম্ভব হয়নি, তাদের কোচি বিমানবন্দরে অস্থায়ীভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, সফলভাবে জরুরি অবতরণ করানো সম্ভব হয়েছে। সকাল ৯ টা ৭ মিনিটে নিয়ম মেনেই তা রানওয়ে নেমেছে। সকল যাত্রীরাই সুরক্ষিত আছে। ক্রু মেম্বাররা পরিস্থিতির উপর নজর রাখছেন।

এইদিনের এই ঘটনার পর ডিজিসিএ বিমান রক্ষণাবেক্ষণের উপর আরও বেশি করে নজরদারির নির্দেশ দিয়েছে।

এই বিভাগের আরও খবর